সিলেটের গোয়াইনঘাটে ৩টি খুনের পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে ৯ বছর পর গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
সোমবার (২৫ মার্চ) গোয়াইনঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামি আব্দুল খালিক'কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আব্দুল খালিক উপজেলার দারিখাই গ্রামের মৃত ইয়াফুজ আলীর ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ট্রিপল খুনের পলাতক আসামি আব্দুল খালিক'কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।