সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি অলিগলি ও রাস্তাঘাটে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর। অবৈধ এসব ট্রাক্টরের বেপরোয়া বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ। এসব ট্রাক্টর চলাচলে একদিকে যেমন নষ্ট হচ্ছে রাস্তাঘাট ও পরিবেশ, অপরদিকে প্রতিনিয়ত ঘটছে বড় দুর্ঘটনা।
এই ট্রাক্টরগুলো মূলত জমিতে চাষাবাদ ও হাইওয়ে রাস্তায় মালামাল পরিবহনের কাজে ব্যবহারের নিয়ম থাকলেও তা কোন ভাবেই মানা হচ্ছে না। ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আনুষ্ঠানিকতা না থাকায় শিশু-কিশোররাও অদক্ষভাবে এসব ট্রাক্টর অবাধে চালাবার সুযোগ পাচ্ছে। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। চলতি বছরের ফেব্রুয়ারী মাসে গোয়াইনঘাটে শুধু ট্রাক্টর দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং আরো বেশ ক'জন গুরুতর আহত হয়েছেন। এবং কেউ কেউ এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিনিয়ত কোনো না কোনো এলাকায় মাটি বহন করা হচ্ছে এসব ট্রাক্টর দিয়ে। আর রাতদিন ট্রাক্টর চলাচলের ফলে একদিকে হচ্ছে যেমন শব্দ দূষণ, অপরদিকে নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের রাস্তাঘাট। এ ছাড়া ইট বিছানো ও পাকা সড়কের ওপর পড়ে থাকা মাটিতে বৃষ্টির সময় ঘটা দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ আবার কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করছে। ফেব্রুয়ারি ও মার্চ মাস মাটি খননের মৌসুম হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মাটি বহনের কাজে ব্যবহার করা হচ্ছে এসব দানব যান। প্রতিদিনই উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে শত শত ট্রাক্টর দাপিয়ে বেড়ালেও বে-খবর স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এসব যান চলাচলের ফলে একদিকে যেমন নষ্ট হচ্ছে রাস্তাঘাট অপরদিকে সাধারণ পথচারীরা চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। এসব যান চলাচল বন্দের পক্ষে মত দেন এই প্রকৌশলী।
এবিষয়ে জানতে গত ১৬ই মার্চ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর মুঠোফোন ক্ষুদে বার্তা পাঠালে কোন সাড়া পাওয়া যায়নি। তাই উনার কোন বক্তব্য পাওয়া যায়নি।