আমি জন্মেছি এই সবুজ সমতলে
যার প্রতিটি ইঞ্চি রক্ত দিয়ে কেনা
নয়তো কারো দানের কিংবা দক্ষিনায়।
আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান
আমি উজ্জীবিত,আমি মহামান্বিত
আমার জাতীয় জীবনে এসেছিলো
৫২, ৬৬ আর ৭১ এর মতো অগ্নি পরিক্ষা।
এদেশে কৃষকের হাঁসি সোনালী আঁশ
পাকা ধানের ঢেউ যেনো প্রাণের সঞ্চার।
মাঝির ভাটিয়ালি গানে পার হই গাঙ।
আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান।
আমি হাঁসি আর ভাবি কতো না সুন্দর
লাখো শহীদের রক্তে ভেঁজা এই মাতৃভূমি।
লেখকঃ সোহেল আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান (২য় বর্ষ),
গোয়াইনঘাট সরকারি কলেজ।