সরকার কৃষি ও কৃষকদের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে অনাবাদি জমি চাষাবাদের আওতায় এনে এবং উচ্চ মূল্যের ফসল উৎপাদন করে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গোয়াইনঘাটে নাগামরিচের বাগান পরিদর্শনকালে এসব কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরীন।
শনিবার (১৬ই মার্চ) দুপুরে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামে কৃষক আব্দুল মতিন এর ৮ বিঘা জমিতে চাষকৃত নাগামরিচের বাগান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব মো. জসিম উদ্দিন, উপসচিব তাসলিমা আহমেদ পলি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত উপপরিচালক মো. আনিসুজ্জামান। পরিদর্শন শেষে কৃষক আব্দুল মতিনকে কৃষির উপর বিভিন্ন পরামর্শ দেন এই পরিদর্শক টিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ, মনতাজুর আলম, প্রতাপ চন্দ্র দত্ত প্রমূখ।
Leave a Reply