হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তারের বিরুদ্ধে চাকরি দেওয়া হ সরকারি ঘর টিউবওয়েল পাইয়ে দেয়ার নাম করে নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা বড়ইউড়ি ইউনিয়নের বেতকান্দি গ্রামের ফজলু মিয়ার স্ত্রী হাসনা বেগম নাকে এক নারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের সুত্রে জানা যায়, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার তার ভাই রুবেল মিয়াকে সাথে নিয়ে অভিযোগকারী হাসনা বেগমের বাড়িতে যান। এসময় এলাকার সহজ-সরল বিধবা মহিলাদেরকে সরকারের নানা সুযোগ সুবিধা যেমন বিধবা ভাতা,গভীর টিউবওয়েল,দালান ঘর,সৌর বিদ্যুত,গর্ভকালীন ভাতা,বয়স্ক ভাতা ইত্যাদি দেয়ার হবে মর্মে তাদের কাছ থেকে ৩০ হাজার,২০ হাজার, ১৫হাজার, ১০হাজার এমনকি ৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। এভাবে আরো অনেকের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেন তিনি। ভুক্তভোগী বেতকান্দি গ্রামের নাসিমা বেগম,আলেছা বেগম,আইকুল বেগম জানান, আামদেরকে ফাঁদে ফেলে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার নানা প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে হাসিনা আক্তার। কিন্তু আজ পর্যন্ত এসব দেয়া তো দুরের কথা উল্টো আমাদের ভয়ভীতি দেখায়। ভুক্তভোগী কামরুল ইসলাম,আমির হোসেন জানান,গভীর টিউবওয়েল দেয়ার নাম করে আমাদের কাছ থেকে প্রায় ৯০হাজার টাকা নেয় সে। এখন এসবের টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে সময়ক্ষেপণ করছে। টাকা নেয়ার বিষয়টি তৎকালীন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্যকেও জানানো হয়। পরে কোন উপায় না পেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
অভিযুক্ত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার জানান, যেসব অভিযোগ তোলা হয়েছে সব মিথ্যা,সাজানো। হাসনা বেগম এর সাথে আমার আপন বোনের মতা সম্পর্ক। আমি জানিনা কেন এমন অভিযোগ আমার বিরুদ্ধে করেছে। তার সাথে কথা হয়েছে আমার। বিষয়টি নিয়ে দুইজন বসে মিটমাট করে নেব।
Leave a Reply