মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সুজানগর ইসলামী সমাজ সমাজকল্যাণ পরিষদের দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার ( ৯ই মার্চ ) আজিমগঞ্জ বাজারস্থ ইসলামী সমাজ সমাজকল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ের পরিষদের প্রধান উপদেষ্টা ও সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার এবং সহযোগী হিসাবে পরিষদের উপদেষ্টা নসিব আলী, ছাবির আহমদ ও ফখরুল ইসলাম সুনু মিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে ২০২২-২৩ইং সনের কমিটি হস্তান্তর করা হয়।
নির্বাচন কমিশন ২০২৪-২৫ইং সনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন। পরবর্তীতে পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে গত শনিবার ১৭ই ফেব্রুয়ারী, নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
কমিটিতে বকুল আহমদ বক্সকে সভাপতি ও হাফিজ সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলেন, সিনিয়র সভাপতি শরফ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আব্দুল কুদ্দুস মারজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমির জামান অলি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম মোস্তফা, মাস্টার বিলাল আহমদ, অর্থ সম্পাদক হা: সাইফুর রহমান, সহ অর্থ সম্পাদক নজরুল ইসলাম সুমন , প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকের আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমদ লোকমান, অলিদ আহমদ, অফিস সম্পাদক সাদিকুর রহমান লাল, সহ অফিস সম্পাদক আব্দুল আউয়াল, রায়হান আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আলম দস্তগীর, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, মহিলা বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, পাঠাগার সম্পাদক মাস্টার খালেদ আহমদ, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জাফর, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শওকত হাসান, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সাইম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ফাহিম, সহ সাংস্কৃতিক সম্পাদক জুবায়েল আহমদ, মাহবুব আহমদ, শ্রমিক কল্যাণ সম্পাদক তসলিম উদ্দিন, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক লোকমান আহমদ, ইসহাক আহমদ প্রমুখ।