মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সুজানগর ইসলামী সমাজ সমাজকল্যাণ পরিষদের দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার ( ৯ই মার্চ ) আজিমগঞ্জ বাজারস্থ ইসলামী সমাজ সমাজকল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ের পরিষদের প্রধান উপদেষ্টা ও সুজানগর ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার এবং সহযোগী হিসাবে পরিষদের উপদেষ্টা নসিব আলী, ছাবির আহমদ ও ফখরুল ইসলাম সুনু মিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে ২০২২-২৩ইং সনের কমিটি হস্তান্তর করা হয়।
নির্বাচন কমিশন ২০২৪-২৫ইং সনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন। পরবর্তীতে পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে গত শনিবার ১৭ই ফেব্রুয়ারী, নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
কমিটিতে বকুল আহমদ বক্সকে সভাপতি ও হাফিজ সাজ্জাদ হোসাইন সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলেন, সিনিয়র সভাপতি শরফ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ হেলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আব্দুল কুদ্দুস মারজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমির জামান অলি, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ রেজাউল করিম মোস্তফা, মাস্টার বিলাল আহমদ, অর্থ সম্পাদক হা: সাইফুর রহমান, সহ অর্থ সম্পাদক নজরুল ইসলাম সুমন , প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকের আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমদ লোকমান, অলিদ আহমদ, অফিস সম্পাদক সাদিকুর রহমান লাল, সহ অফিস সম্পাদক আব্দুল আউয়াল, রায়হান আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ আলম দস্তগীর, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, মহিলা বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, পাঠাগার সম্পাদক মাস্টার খালেদ আহমদ, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জাফর, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শওকত হাসান, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সাইম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ফাহিম, সহ সাংস্কৃতিক সম্পাদক জুবায়েল আহমদ, মাহবুব আহমদ, শ্রমিক কল্যাণ সম্পাদক তসলিম উদ্দিন, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক লোকমান আহমদ, ইসহাক আহমদ প্রমুখ।
Leave a Reply