গোয়াইনঘাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমদকে বর্নিল আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানালো কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা৷ অধ্যাপক শামীম আহমদের অবসর জনিত বিদায় উপলক্ষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে অনুষ্টিত হয় এই বিদায় সংবর্ধনা অনুষ্টান ৷
শনিবার (২৪ফেব্রুয়ারী) গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মো. মনিরুল করিমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালয় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। এসময় তিনি বলেন অধ্যাপক শামীম আহমদের বিদায়কালীন প্রাক্তন শিক্ষার্থীরা যে আয়োজন করেছে তাতে আমরা বিমোহিত, আমরা আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে, আমাদের শিক্ষক জীবনের পূর্ণতা এনে দেয় এই ধরনের আয়োজন৷ তিনি অধ্যাপক শামীম আহমদের অনেক গুণাবলী তুলে ধরে বলেন তার অবসরকালীন বিদায়ে গোয়াইনঘাট কলেজে যে শুণ্যতা তৈরী হয়েছে তা পূরণ হবার নয়৷
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অধ্যাপক শামীম আহমদ। এসময় তিনি বলেন, আজ এই অবসরকালীন সময়ে আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের এই আয়োজন দেখে আমার বলতে কোন দ্বিধা নেই যে আমার শিক্ষক জীবন স্বার্থক, আমি জানিনা তোমাদেরকে দীর্ঘ এই ৩০ বছরের শিক্ষকতা জীবনে কি দিতে পেরেছি, তবে তোমাদের কাছ থেকে পেয়েছি পাহাড়সম ভালোবাসা ও সম্মান ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তপনকৃঞ্চ দেব, শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, কলেজের প্রভাষক সুমি বেগম।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মো. নুরুল হুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সোলেমান উদ্দিন, মো. আব্দুল্লাহ, মিনহাজ আহমদ পারভেজ, হানিফ আহমদ, সোলেমান আহমদ, দুলাল আহমদ, রোভার স্কাউটস সদস্য আকিব আহমদ, মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী আজিমা ফেরদৌস। সংবর্ধনা উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী তানজিল হোসেনের সম্পাদনায় প্রকাশিত স্মারক গ্রন্থ 'আবেগ' এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।