1. admin@jalalabadtims.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে চা শ্রমিক গোপাল হত্যায় জামায়াতের নিন্দা সীমান্তে হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে- বিএনপি নেতা সাজু বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ মহান বিজয় দিবসে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনিয়মের সম্রাট হরলাল সরকার ” কোম্পানিগঞ্জ স্টেশনে ৬ বছর”  একই স্টেশনে হরলাল সরকার ৬ বছর” দুর্ণীতির টাকায় গড়েছেন অর্থের পাহাড় জৈন্তাপুরে শ্রীপুর কুয়ারীতে বার বার অভিযান সত্ত্বেও থামছে না বালু পাথর চুরি গোয়াইনঘাটে ছাত্রদল সভাপতি পরিচয়ে হাসানের বেপরোয়া চাঁদাবাজী জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন “সভাপতি মিসবাহ সেক্রেটারি নজরুল

গোয়াইনঘাটে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

জালালাবাদ টাইমস ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিলেট জেলা উত্তর শাখা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন।

রোববার (১৪ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সিরাজ উদ্দিন, শরীফ উদ্দিন, আহমদ আলী, নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সা:। তিনি অসহায় মানুষের সেবা করে আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সমাজের সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। সিলেট সহ বাংলাদেশের যেখানেই এদেশের মানুষ বিপদে পড়েছে সেখানেই সাহায্য ও সহযোগিতা নিয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ছুটে গেছেন। এমনকি তিনি ভিন্ন ধর্মাবলম্বী অসহায় মানুষের পাশেও ছুটে গেছেন, সেখানে ধর্ম-বর্ণ, দল-মত কোনো পার্থক্য করেননি। অথচ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানবতার ফেরিওয়ালা এই বয়োবৃদ্ধ মানুষকে একবছরেরও অধিক সময় কারাগারে বন্দী করে রেখেছে। আমরা অবিলম্বে আমিরে জামায়াতসহ সকল শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবি জানাচ্ছি। জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষকে সহযোগিতা অব্যাহত রেখেছে। সরকারের শত নিপীড়নের মধ্যেও জামায়াতের মানবতার কল্যাণের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, সরকার প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে ব্যস্ত থাকায় তীব্র শীতের মাঝেও শীতার্ত মানুষের দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না। এমতাবস্থায় চরম জুলুম নির্যাতনের মাঝেও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী এ সকল অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি সামর্থ্যবান ব্যক্তিদের এসব অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষকে ভুলে গেলে চলবে না, সামর্থ্য অনুযায়ী শীতবস্ত্র, কম্বলসহ বিভিন্ন সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!