দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ভারত।ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্ত্রী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও বঙ্গবন্ধুর নাতনী সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।গতকাল রোববার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রণয় ভার্মা বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের দ্বারা অনুপ্রাণিত একটি স্থিতিশীল, প্রগতিশীল এবং সমৃদ্ধ জাতি গঠনে ভারত বাংলাদেশের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে।