দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সোনালী আঁশ প্রতীকের আবুল হোসেন ভোট বর্জন করেছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১ টায় ভিডিও বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন প্রার্থী নিজেই।
তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীকের আবুল হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। কিন্তু যেসব কেন্দ্রে আমি ভোট পাব সেসব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। একই সঙ্গে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল করা হয়েছে। তাই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
সিলেট-৪ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। ইসলামী ঐক্যজোটের প্রার্থী নাজিম উদ্দীন কামরান।
এই আসনে মোট ভোটার সংখ্যা মোট ভোটার ৪ লক্ষ ৭৫ হাজার ১ শত ২১ জন, পুরুষ ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ১০৭ জন ও নারী ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। হিজড়া ভোটার ১ জন। আর মোট কেন্দ্র ১৬৯ টি।
Leave a Reply