সিলেটের গোয়াইনঘাট উপজেলার ০১নং রুস্তমপুর ইউনিয়নের বিছানাকান্দি সীমান্তে চোরাইপথে ভারতীয় চিনি আমদানি কালে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর গুলিতে কাওছার আহমদ নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯.৩০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তের ১২৬৩ নং মেইন পিলারের ৪ শ’ গজের মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায় নিহত কাওছার আহমদ উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুছন মিয়ার ছেলে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।
বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ওই যুবক ভারতের অভ্যন্তরে চিনির চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিল। চিনির চালান আনতে ভারতের অভ্যন্তরে ঢুকলে বিএসএফ’ এর গুলিতে নিহত হয়। খবর পেয়ে তার স্বজনরা মরদেহ নিয়ে এসেছেন। পরবর্তীতে গোয়াইনঘাট থানায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।