সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন সিলেট ১ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।তবে, কোনো নির্বাচনই সহজ নয়, সকল আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে বলেও মন্তব্য করেন তিনি।সকালে নগরের সোবহানীঘাট কাঁচাবাজারে জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই। নির্বাচন ঘিরে সরকারের কোন চাপ নেই, তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছে বলেও জানান তিনি।এরআগে গতকালও পররাষ্ট্রমন্ত্রী নগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারকার্য চালান। আজ বিকালে তিনি কালাগুল হাফিইয়া দাখিল মাদ্রাসার ওয়াজ মাহফিল, আখালিয়ায় বিজয় দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও কার্যালয় উদ্বোধন শেষে রাতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
Leave a Reply