দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে প্রতীক বরাদ্দের পর জৈন্তাপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ইমরান আহমদ এর নৌকা মার্কার পোস্টার টানানো, নির্বাচনী অফিস উদ্বোধন সহ প্রচার প্রচারণা শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় নিজপাট ইউনিয়নে নৌকা মার্কার প্রধান নির্বাচনী অফিস জৈন্তাপুর স্টেশনে উদ্বোধন করা হয়েছে। নির্বাচনী অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের পরিচালনায় নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সভাপতি কামাল আহমদ ও নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ। এসময় নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন শতভাগ বিদ্যুৎ, পদ্মাসেতু, গৃহহীন ও ভূমিহীনদের ঘর, বঙ্গবন্ধু টানেল, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ সহ অন্যান্য উন্নয়ন গ্রাম পর্যায়ে সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন আমি বিশ্বাস করি, গ্রামের সাধারণ জনগণের মাঝে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরলে আগামী ৭ জানুয়ারি তারিখে সাধারণ ভোটাররা নিশ্চিত সুন্দরভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ভোট দিয়ে নৌকা মার্কাকে পুনরায় শেখ হাসিনার হাতে উপহার তুলে দিবেন। পরে নিজপাট ইউনিয়নের জৈন্তাপুরের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।