পৌষের প্রথম দিনেই মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে সিলেটের গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায়। সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে।অন্যদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শনিবার জেলার তেঁতুলিয়া উপজেলায় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
Leave a Reply