সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে নলুয়ার হাওরের দাসনাগাঁও কুরেরপাড় এলাকায় ৩ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে এ বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ প্রকল্পের বরাদ্দ ২৩ লাখ ৬০ হাজার টাকা।জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম প্রকল্পের উদ্বোধন করেন।পরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাবিটা কমিটির সভাপতি আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীলের পরিচালনায় এতে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আব্দুর রব সরকার, হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, ৩ নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রনধীর দাস, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য অনিল দাস, কৃষক আহমেদ আলী, জুয়েল মিয়া প্রমুখ।পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, এবার ৭০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজের জন্য চার কোটি ৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ৩১টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে।
Leave a Reply