দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এবার নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।বুধবার (১৪ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।জানা গেছে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।এর আগে গত ৩ ডিসেম্বর হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।তবে চলতি সপ্তাহের রোববার নির্বাচন কমিশনে শুনানিতে শেষে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
Leave a Reply