গোয়াইনঘাটে কোওর বাজার প্রবাসী পরিষদের উদ্যোগে শীতার্ত অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় কোওর বাজারে বিশিষ্ট মুরব্বি মরহুম আলহাজ্ব সয়ফুল্লাহ, মরহুম আলী বক্স ও ব্যাবসায়ী মরহুম জালাল উদ্দিন এর মাগফিরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিল পরবর্তী এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আয়োজিত শোকসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাওঃ মুছা মিয়ার সভাপতিত্বে ও মাষ্টার মনজুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচপাড়া মাদরাসার মুহতামিম মাওঃ আব্দুল্লাহ, কোওর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, সাবেক মেম্বার আব্দুস শুকুর, সিরাজ উদ্দিন, বর্তমান মেম্বার ইদ্রিস আলী, ওহিদুল্লাহ, আলিম উদ্দিন, ডাঃ সিরাজ উদ্দিন, মাষ্টার সুলাল কান্ত দে, হেলাল উদ্দিন, কাজী শামসুজ্জামান প্রমুখ।
Leave a Reply