বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামিলীগ সরকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে, চা শ্রমিকদের ন্যায্য অধিকার দিয়েছে, যা অতীতের কোন সরকার করতে পারেনি। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের গুলনী চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী ইমরান আহমেদ (এমপি)। এসময় মন্ত্রী বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে আবারও নৌকার পক্ষে ভোট চান।
গুলনী চা বাগানের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ আসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply