গোয়াইনঘাটে আপন ছেলেকে দা দিয়ে কোপ মেরে গুরুতর আহত করার দায়ে বাবাকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার (৩ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে উপজেলা ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রামে পারিবারিক কলহে নিজ বসত করে বাবা সরোয়ার হোসেন সুমন ও ছেলে মাহফুজুর রহমানের মাঝে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে বাবা ছেলেকে দা দিয়ে কোপ মারেন।এতে গুরুতর আহত হয় ছেলে মাহফুজুর রহমান।পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত মাহফুজ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।স্থানীয়রা আরো জানান,মাহফুজের বাবা সরোয়ার হোসেন সুমন প্রায়ই মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে মাতাল অবস্থায় থাকেন।সব সময় বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ ও নির্যাতন করেন।
গতকালও তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কোপ মেরে আহত করেন।
এ বিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং অভিযান চালিয়ে পিতা সরোয়ারকে আটক করি।তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply