সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ও ১১নং মধ্য জাফলং ইউনিয়নের প্রায় ২০টি চোরাই পথে আসছে ভারতীয় পণ্য, মাদক, মোটরসাইকেল,ব্র্যান্ডের স্মার্ট ফোন,চিনি,চা পাতা, শাড়ী লুঙ্গী ও কসমেটিকস দ্রব্য। এসকল পণ্য থেকে দৈনিক লক্ষ লক্ষ টাকা ডিবি পুলিশের নামে চাঁদা আদায় করে আসছেন শ্যাম কালা। অভিযোগ রয়েছে তিনি এসকল পণ্য থেকে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও ডিবি উত্তর গোয়েন্দা শাখার নামে চাঁদাবাজি করে সাপ্তাহে কয়েক লাখ টাকা কর্তাদের হাতে তুলে দেন এবং তার একটি অংশ সাপ্তাহে স্থানীয় কিছু নামধারী সাংবাদিকদের ১০০০/৫০০ বিকাশ লেনদেন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন,একাধিকবার শ্যাম কালা এই প্রতিবেদককেও বিকাশ লেনদেন করেছেন। প্রতিবেদক তথ্য অনুসন্ধানের প্রয়োজনে লাইনম্যান কালার পাঠানো অর্থ নীরবে রিসিভ করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পশ্চিম জাফলং ইউনিয়নে বেড়ে ওঠা শ্যাম কালা একসময় পাথর শ্রমিক ছিলো।রাতের আঁধারে পাথর চুরি করতে গিয়ে পুলিশের দৌড়ানি খেয়ে পালিয়ে যাওয়া শ্যাম কালা আজ পুলিশের নামেই চাদাবাজী করে বিলাসী জীবন কাটাচ্ছেন, একসময় তার আয়ের উৎস ছিলো দিনাতিপাত, আর এখন তার প্রাইভেট নোহাগাড়ি,দামি মোটরসাইকেল ও একাধিক ভাড়াটে লাঠিয়াল বাহিনীর নিরাপত্তা মহড়া দেখে মনেহয় কালা কোন মন্ত্রীর পুত্র। স্থানীয়রা আরো জানায় পুলিশের লাইনম্যান কালা অতীতে বিএনপির রাজনীতি করতো এখন চোরাচালানের সুযোগসুবিধা ভোগ করতে তিনি তার সাম কালা নামের ফেইসবুক আইডি থেকে প্রতিনিয়ত আওয়ামিলীগের বিভিন্ন প্রোগ্রামের পোস্ট শেয়ার করে নিজেকে আওয়ামিলীগ নেতা দাবী করেন।
লাইনম্যান শ্যাম কালার বিরুদ্ধে সীমান্ত চোরাচালানে আইনশৃঙ্খলা বাহিনীর নামে বিভিন্ন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় চাঁদাবাজির একাধিক নিউজের স্কিনসোট ও নিউজ কপি এই প্রতিবেদকের নিকট রয়েছে,নামধারী বিভিন্ন পোর্টালের সাংবাদিক শ্যাম কালার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর তাঁদের কে বড় অংকের টাকা দিয়ে সংবাদটি ডিলেট করানোরও একাধিক তথ্য এই প্রতিবেদকের কাছে সংগ্রহীত রয়েছে।
এ বিষয়ে বদলি আদেশ প্রাপ্ত ডিবি উত্তর গোয়েন্দা শাখার ওফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নি বিধায় তাহার বক্তব্য প্রকাশ করা যায় নি।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত উপরোক্ত ব্যক্তি কালার বিরুদ্ধে বিভিন্ন হেডলাইনে পুলিশের নামে চাঁদাবাজির একাধিক সংবাদ প্রকাশ হলেও তার বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি।