গোয়াইনঘাটে ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির অন্যতম সদস্য ও আড়াইখাঁ পরগনার সভাপতি মরহুম আলহাজ্ব সয়ফুল্লাহ'র স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আট মৌজা তথা বৃহত্তর কোওর বাজারবাসীর উদ্যোগে আয়োজিত শোক সভায় খুর্দ্দা মর্জাতপুর মাদরাসার মুহতামিম মাও. আজমতউল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও শিক্ষক মনজুর আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পাঁচপাড়া মাদরাসার মুহতামিম মাও. আব্দুল্লাহ, বিশিষ্ট মুরব্বি নুর আহমদ, কোওর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস, সাবেক মেম্বার আব্দুস শুকুর, সাবেক মেম্বার জামাল উদ্দিন, সাবেক মেম্বার আবুল খয়ের, বর্তমান মেম্বার ওহিদুল্লাহ, বর্তমান মেম্বার আলিম উদ্দিন, মাও. মুছা মিয়া, মাও. আরব আলী, রাশিদ আলী, আকবর আলী, মরহুমের নাতি রুকন আহমেদ প্রমূখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাও. আজমতউল্লাহ কাসেমী, শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ এখলাসুর রহমান।
উল্লেখ্য মরহুম আলহাজ্ব সয়ফুল্লাহ গত ১২ই নভেম্বর রোজ রোববার ভোর রাত ৩টায় ওনার নিজ বাড়ি উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চিতামইন গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স ছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এলাকায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও স্কুল এবং সামাজিক প্রতিষ্ঠান করতে অসামান্য অবধান রেখে গেছেন। এলাকায় ছোটবড় সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করতে ওনার ভুমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্তও একাধিক প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্বে ছিলেন।