গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নে একটি গরুর ফার্মকে কেন্দ্র করে গড়ে ওঠেছে জমজমাট জুয়ার আসর। ইউনিয়নের বগাইয়া মোকাম মহল্লার মৃত মখই মিয়ার ছেলে আমির উদ্দিনের ন্যাপথ্যে তারই গরুর এই ফার্মে বসে জুয়ার আসর। আর এসব জুয়ার আসরে দৈনিক লাখ লাখ টাকার জুয়া খেলা হলেও অজ্ঞাত কারণে এর প্রতিকারে আইনী কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন জুয়ার আসরের মালিক আমির উদ্দিন। পুলিশের অভযান টেকাতে সিসি ক্যামেরা লাগিয়ে নিজের বাসায় বসে বসে জুয়ার এ বোর্ড পরিচালনা করেন তিনি।
অভিযোগে প্রকাশ, দিনমজুর ব্যবসায়ীসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন নিরিবিলি ভাবে এ জুয়ায় অংশ নিয়ে থাকে। আসরটি নিরাপদ রাখতে আইনশৃঙ্খা রক্ষাকারী বাহিনীর সোর্সদের ম্যানেজ করে জুয়ার বোর্ড চালান আমির উদ্দিন। আইনশৃঙখলা বাহিনীর সোর্সরা দায়িত্বশীলদের নামে প্রতি সপ্তাহে অগ্রীম বখরার টাকা আদায় করে থাকে বলে অভিযোগে পাওয়া গেছে। এ বিষয়ে গোয়াইনঘাট থাকার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপার অবগত নন জানিয়ে বলেন আমি খোজ নিচ্ছি। আমার থানায় জুয়া ও মাদকের কোনো স্থান নেই। বিছনাকান্দি ইউনিয়নে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এএসআই নয়ন দাস বলেন- জুয়ার আসর বসার এ রকম অভিযোগ আমাদের কানে পৌঁছায়। আমরা ওখানে গিয়ে জুয়া খেলায় হাতনাতে কাউকে পাইনি। খামারের মালিক আমির উদ্দিনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি তার খামারে জুয়ার আসর বসানোর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।