সিলেটের গোয়াইনঘাট উপজেলার খলাগ্রামে গোয়াল ঘর থেকে গভীর রাতে চারটি গরু চুরি হয়েছে। গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গরু চারটির আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ত্রিশ হাজার টাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামে গরীব কৃষক আব্দুল মালিক বাড়িতে গরু লালন পালন করে থাকেন। তার ৪টি গরু ছিল। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় তারা গরু গুলো গোয়াল ঘরে তালাবদ্ধ করে রাখেন। রাতের কোন একসময় চোরেরা গোয়ালের তালা ভেঙ্গে চারটি গরু চুরি করে নিয়ে যায়। ভোরে বাড়ির লোকজন দেখেন গোয়ালের তালা ভাঙ্গা। তখন গরু চুরির বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে আব্দুল মালিক বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply