ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলিদের বর্বর হামলায় হতাহতদের প্রতি সমবেদনা ও হামলার প্রতিবাদ জানিয়ে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আছরের নামাজের পর তারা এই বিক্ষোভ মিছিলটি করেন। উপজেলার কোওর বাজার আল-মুঈন উলামা ঐক্য পরিষদের আয়োজনে ইসরায়েলি হামলা বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেয় পাঁচপাড়া তুড়গ্রাম আলোর দিশারী তরুণ সংঘ সহ ধর্মপ্রাণ মুসলমানেরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, সমাবেশ মাও. আজমত উল্লাহ কাসেমীর সভাপতিত্বে ও মাও. মারুফ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাও. আব্দুল্লাহ, মাও. রহমত উল্লাহ, মাও. খলিলুর রহমান, মাও. আব্বাস আহমদ, হাঃ মাও. তোফাজ্জল হক, মাও. মাসুক আহমদ,আলোর দিশারী তরুণ সংঘের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি সাংবাদিক রিয়াজুল ইসলাম সহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা ফিলিস্তিনের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মোড়লদের দৃষ্টি আকর্ষন করেন এবং অনতিবিলম্বে নারকীয় এই গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।