গোয়াইনঘাট ছাগলের ধান খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ক্ষেতের মালিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর ইউনিয়নের ১ম খন্ড উপর লংপুর গ্রামে। আহতের নাম রিয়াজ উদ্দিন (৫৩), তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ১ম খন্ড উপরলংপুর গ্রামের কুদরত উল্লাহর পুত্র। এঘটনায় আহত রিয়াজ বাদী হয়ে একই গ্রামের মৃত আলালের পুত্র রােহেলকে প্রধান আসামি করে আরো ২/৩ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদীর থানায় দায়ের কৃত লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে উপর লংপুর গ্রামের মৃত আলালের পুত্র রাহেল ও লায়েক এবং ইছা মিয়ার পুত্র কামাল তাদের পোষা গৃহপালিত পশু দিয়ে রিয়াজ উদ্দিনের কৃষি জমির ধান সব সময় ক্ষতি সাধন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর শুক্রবার বিকেলে আবারও রাহেল গংরা তাদের ছাগল দিয়ে ধান ক্ষেত নষ্ট করাচ্ছে। এসময় রিয়াজ উদ্দিন বাঁধা দিলে রাহেল, লায়েক ও কামাল দেশীয় অস্ত্র দিয়ে রিয়াজের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন এসে রিয়াজকে উদ্ধার করে দ্রুত সিওমেক হাসপাতালে নিয়ে যান।