সিলেটের গোয়াইনঘাটে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক প্রবাসীর ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার প্রতারক চক্র রোকশানা আক্তার (৩০) ও তার সহযোগীদের বিরুদ্ধে। রোববার (১ অক্টোবর) ভুক্তভোগীরা এ তথ্য জানান। উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের পাঁচসেউতি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারক ও তার সহযোগীদের বিরুদ্ধে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১টি মামলা ও করেছেন ভুক্তভোগীরা।
আদালতের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মগ্রামের বাসিন্দা বেলাল আহমদ দীর্ঘদিন থেকে ওমানে থাকেন। আর বাড়িতে থাকেন তার স্ত্রী ও সন্তানেরা, বাড়ীতে বেলালের অনুপস্থিতিতে তার স্ত্রী নাসিমা বেগম এর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেন পাঁচসেউতি গ্রামের কবির উদ্দিন এর স্ত্রী রোকশানা আক্তার (৩০)। বিবাদী রোকশানা আক্তার ও তার সহযোগীরা তাদের সরলতার সুযোগে ওমান প্রবাসী বেলালের নামে জমি ক্রয় করে দেয়ার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে হাতিয়ে নেন ৫ লাখ টাকা। দীর্ঘদিন থেকে জমি ক্রয়ের আশ্বাস দিয়ে আসছে ঐ প্রতারক চক্র। অবশেষে জমি ক্রয় না করায় টাকা ফেরত চাইলে বাঁধে বিপত্তি। পরে নিরোপায় হয়ে ঐ প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম দারস্থ হয়েছেন আদালতে।
এবিষয়ে বাদী নাসিমা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী, আমার স্বামীর কষ্টার্জিত ৫ লাখ টাকা দিয়েছি জমি কেনার জন্য, কিন্তু ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা ৫ লাখ টাকা ধাপে ধাপে দিয়েছি এবং ডকুমেন্ট ও আছে। কিন্তু এখন তারা অস্বীকার করছে। আমি ন্যায় বিচার ও আমার টাকা ফেরত চাই।
এ বিষয়ে জানতে বিবাদী রোকশানা আক্তার এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।