1. admin@jalalabadtims.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সীমান্তে চা শ্রমিক গোপাল হত্যায় জামায়াতের নিন্দা সীমান্তে হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে- বিএনপি নেতা সাজু বড়লেখার সীমান্তে পড়েছিল চা শ্রমিকের গুলিবিদ্ধ নিতর দেহ মহান বিজয় দিবসে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনিয়মের সম্রাট হরলাল সরকার ” কোম্পানিগঞ্জ স্টেশনে ৬ বছর”  একই স্টেশনে হরলাল সরকার ৬ বছর” দুর্ণীতির টাকায় গড়েছেন অর্থের পাহাড় জৈন্তাপুরে শ্রীপুর কুয়ারীতে বার বার অভিযান সত্ত্বেও থামছে না বালু পাথর চুরি গোয়াইনঘাটে ছাত্রদল সভাপতি পরিচয়ে হাসানের বেপরোয়া চাঁদাবাজী জৈন্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন “সভাপতি মিসবাহ সেক্রেটারি নজরুল

একদফা আন্দোলনকে চুড়ান্ত রুপ দিতে তরুণদের এগিয়ে আসতে হবে…হেলাল উদ্দিন আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

সরকারের ব্যাপক জুলুম-নির্যাতনে বাংলাদেশ আজ চরম বিপদসংকুল অবস্থায় রয়েছে। মামলা হামলা লাঠি গুলি টিয়ার শেল আর গুম খুনকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে আওয়ামী সরকার। বিরোধী দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ওয়ার্ড পর্যায়ের সাধারণ কর্মী পর্যন্ত বানোয়াট ভিত্তিহীন মামলার জালে আবদ্ধ। বিএনপির চল্লিশ লক্ষাধীক নেতাকর্মীদের উপর গায়েবি মামলা রুজু করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার দিবাস্বপ্ন দেখছে। ২০১৪ সালে বিনা ভোটে আর ২০১৮ সালে রাতের ভোটে ক্ষমতা দখল করে শেখ হাসিনা এদেশের কোটি কোটি তরুনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। সেই ধারাবাহিকতায় আবারো প্রশাসন যন্ত্র ব্যবহার করে আরেকটি প্রহসনের নির্বাচন সম্পন্ন করার স্বপ্নে বিভোর রয়েছে শেখ হাসিনা ওয়াজেদ। জনগণের সমর্থন না থাকায় সামান্য একটি সেল্ফিকে অবলম্বন করে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে মরিয়া বিশ্ব স্বীকৃত এই ভোট চুর সরকার। অথচ নিত্য প্রয়োজনীয় সকল পন্যের অধিক মূল্যবৃদ্বির কারণে জনগণের ত্রাহি অবস্থা। জনগনের অসহায়ত্বের দিকে ভ্রুক্ষেপ না করে অবৈধ পন্থায় কি ভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই চিন্তায় ঘুম হারাম সরকারি দলের নেতাকর্মীদের। প্রিয় উপস্থিতি, এই দুঃসহ যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে হলে এখনই সময় সর্বাত্মক আন্দোলনে ঝাপিয়ে পড়ার। বাংলাদেশের আগামীর সম্ভাব্য রাষ্ট্রনায়ক এবং হাল সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী চলছে একদফা আন্দোলন। সেই আন্দোলনকে চুড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘদিন থেকে ভোট বঞ্চিত তরুনদের সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। একদফা আন্দোলনের অংশ হিসাবে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিলেট বিভাগীয় তারুণ্যের রোডমার্চ ও আলীয়া মাদ্রাসা মাঠের জনসভাকে সাফল্য মণ্ডিত করতে আপনাদের অবশ্যই অংশ গ্রহণ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ২১ তারিখে সিলেট বিভাগীয় তারুণ্যের রোডমার্চ সফল করতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের প্রস্তুতি সভায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে ধানের শীষের আগামীর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী লন্ডন প্রবাসী জননেতা হেলাল উদ্দিন আহমদ এক অডিও বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয়তাবাদী ওলামা দল গোয়াইনঘাট উপজেলার সভাপতি এম এম কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park
error: Content is protected !!