সিলেটের জৈন্তাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উদযাপিত হয়।
দিবসট উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী জৈন্তাপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম. এ, বিশেষ অতিথি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য ইউসুফুর রহমান।
এছাড়া সময় মুক্ত আলোচনায় বক্তব্য দেন আরডিআরএস বাংলাদেশ এর জৈন্তাপুর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শফিউল আলম, এসো শিখি প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর বিধান রায়, ডুলটিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সুপারভাইজার মাসুদ আহমদ, সুমন আল মামুন, আলাউদ্দীন, শিপ্রা বুনার্জী, সুখী বেগম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।