দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
সোমবার (৪ ঠা সেপ্টেম্বর) বেলা ১২ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সম্পাদক মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু, সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রব্বানী চৌধুরী,
শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, পেসকার গাও জ্ঞানা লোক ক্যাডেট একাডেমির শিক্ষক আতিকুর রহমান সানু, আরও বক্তব্য রাখেন বিভিন্ন কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন শিক্ষক কর্মচারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নানা প্রতিকুলতায় গ্রামীণ জনপদে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন এর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। সরকারি স্কুলের চেয়ে কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন ভালো রেজাল্ট করায় সবাইকে অভিনন্দন জানানো হয়
Leave a Reply