সারা দেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য শোভাযাত্রা’র মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সিলেট ৪ আসনে এমপি পদপ্রার্থী হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিঞ্জ উপজেলার হাজারও নেতাকর্মী অংশ নিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রা’য়।
গতকাল ২ সেপ্টেম্বর শনিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে দুপুর ১২,টায় বর্ণাঢ্য শোভাযাত্রা’ শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মদরিছ আলী,সাবেক চেয়ারম্যন উমর আলী,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান বাবুল,হাজী হারুনুর রশিদ,গোয়াইনঘট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হুমায়ূন জামাল,উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, উপজেলা উলামা দলের সভাপতি মাওলানা কামাল উদ্দিন,সাধারন সম্পাদক মাও নাজিম উদ্দিন,হুমায়ুন আহমেদ, আব্দুল মুতলিব, ফারুক আহমদ,সহ সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী।
Leave a Reply