ফ্রান্সে অবস্থানরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু লা ফ্রান্সের বার্ষিক বনভোজন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
প্রতি বছরের ন্যায় গতকাল সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিনিটি নেতা-শেখ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আরিফ মাহমুদের নেতৃত্বে বনভোজনে অংশগ্রহণ করেন শতাধিক রেমিটেন্স যুদ্ধা। ফুটবল খেলা, হাড়ী ভাঙ্গা, রশি টানাটানি সহ একাধিক খেলা ছিল এই বনভোজনের বিশেষ আকর্ষন।খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কারও বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রভাষক ফখরুদ্দীন,বিধান ধর, আবুল হোসেন, জিল্লুর রহমান, মইনুদ্দিন,মোজাম্মেল হোসেন, জোবের আহমেদ,আব্দুল কাদের জিলানী,আব্দুল বাতেন,মোশাররফ হোসেন মাসুম,সালেহ আহমেদ, মাহবুবুর রহমান সুমন,কবির আহমদ,শাহেদ আহমেদ, কাউসার আহমেদ, সাজুসহ অনেকেই।