গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নদী ও তার আশেপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় বালুখেকু চক্রের হামলায় একজন আহত হয়েছেন। শুক্রবার (৪ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ৯ঘটিকার সময় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পিয়াইন নদীর তীরবর্তী গোরাগ্রামে এ ঘটনা ঘটে। এসময় বালু খেকু চক্রের হামলায় আহত হয়েছেন গোরাগ্রাম (বরইকান্দি) এলাকার মৃত মখলিছুর রহমানের ছেলে সেবুল আহমদ (৩৫)।
পরে এই ঘটনায় আহত সেবুল আহমেদ গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে পিয়াইন নদীর তীরবর্তী গোরাগ্রামে সেবুল আহমেদ এর বাড়ীর আঙিনায় তার নিজস্ব মালিকানাধীন যায়গায় একই এলাকার মৃত হাবিবুর রহমান এর ছেলে হানিফ আলী (৫০), মৃত মদরিছ আলীর ছেলে নুরুদ্দিন (আলামীন) (৪৫, হানিফ আলীর ছেলে রুহুল আমীন (২৮) সহ একদল লোক বালু উত্তোলন করছিলো, এসময় জায়গার মালিক সেবুল আহমেদ তাদেরকে বালু উত্তোলন করতে বাধা প্রদান করেন। এক পর্যায়ে কথা কাটাকাটি হলে বালু খেকু চক্রের সদস্যরা সেবুল আহমেদকে বেধড়ক মারপিট করে চলে যায়।অভিযোগ সূত্রে আরও জানা যায় গত কিছুদিন পূর্বে বিবাদীগণ বাদী সেবুল আহমদের নগদ ২৫ হাজার টাকার ছাগল ও ৫০০০ টাকা মূল্যের দশটি হাঁস চুরি করে নিয়ে বিক্রি করে ফেলে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তদন্ত মেহেদী হাসান জানান, অভিযোগের বিষয়টি আমার জানা নেই, তবে যদি আমার থানায় অভিযোগ দিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখবো।
Leave a Reply