সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ও যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন কতৃক সদ্য ঘোষিত উপজেলার ৬টি ইউনিয়নের আহবায়ক কমিটির বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ওসমানী নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) জানা যায়, গত শনিবার (৩১ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা করেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ও যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন। ঘোষিত ওই ৬ ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি প্রকাশের পর নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ধ্রুমজালের সৃষ্ট হয়। সাংগঠনিক নিয়মনীতির তোয়াক্কা না করে পছন্দের নেতাকর্মী দিয়ে ওই ৬ ইউনিয়ন আহবায়ক কমিটি অনুমোদনের অভিযোগ তুলেন যুবলীগের পাদ পদবী বঞ্চিত নেতাকর্মী। ৬ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয় নানা সমালোচনা।
অপর দিকে কমিটি গঠনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হওয়ার পর থেকে আওয়ামী যুবলীগের ত্যাগী ও নিবেদিত কর্মীদের বাদ দিয়ে বিএনপি- জামায়াত ও আওয়ামী লীগের প্রকাশ্য শত্রুদের কমিটিতে অন্তর্ভুক্তী করা হয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ তুলেন।
গোয়াইনঘাট সদর ইউনিয়ন যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশিদ এ প্রতিবেদককে বলেন, আমি অবিলম্বে উক্ত কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের ত্যাগী, আদর্শবান নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াত, বিএনপিসহ বিভিন্ন দলের হাইব্রিড নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে এটা কখনো মেনে নিতে পারিনা। উক্ত কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া সালেহ আহমদ বিএনপির সাবেক কর্মী। সে বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিটিয়েছিলো।
মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাত টায় গোয়াইনঘাটের গণমাধ্যম কর্মীদের সম্মুখে যুবলীগের ৭জন নেতা স্বেচ্ছায় পদত্যাগের চিঠি দেখিয়ে এ কমিটিকে অস্বীকার করেন। গোয়াইনঘাট উপজেলার সদ্য ঘোষিত ৬ টি ইউনিয়নের আহবায়ক কমিটির বিষয়ে জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের কাছে অভিযোগ দেন স্থানীয় পদ বঞ্চিত যুবলীগ নেতা কর্মী।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ওসমানী নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি) বলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন ও যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন কতৃক সদ্য ঘোষিত গোয়াইনঘাট উপজেলায় ৬ টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় যুবলীগ নেতা কর্মীদের সুনির্দিষ্ট অভিযোগ ও জেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে সমন্বয় না করে ওইসব ইউনিয়নের কমিটি অনুমোদন না করায় জেলা যুবলীগ বিষয়টি সাংগঠনিক ভাবে দেখছে।
তিনি বলেন, গত শনিবার (৩১ জুলাই) রাত থেকে গোয়াইনঘাট উপজেলার শতাধিক নেতাকর্মী এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ দিয়ে আসছিলেন। ঘোষিত ইউনিয়ন গুলোর পদ বঞ্চিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের অভিযোগের বিষয় মাথায় রেখে ওই ৬ ইউনিয়নের আহবায়ক কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবে যুবলীগ।
Leave a Reply