গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা ইউনিয়ন সমাজকর্মী আবু সুফিয়ান এর বিরুদ্ধে ভাতা ভোগীর টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। জানা যায় উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের লক্ষীনগর (জলুরমুখ) গ্রামের বাসিন্দা জগিন্দ্র নমঃ (৭০) ও একই গ্রামের বাসিন্দা সনুকা বালা (৬৭) দুজনেই গত কয়েক বছর ধরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। হঠাৎ গত ৯ মাস ধরে দুজনেই আর বয়স্ক ভাতা পাননি।
প্রতান্তঞ্চলে বসবাসকারী বয়স্ক ও অতিদরিদ্র দুজনেই ভাতার খোঁজে গোয়াইনঘাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসেন এবং তাদের ভাতা না পাওয়ার বিষয়টি অফিসকে জানান। অফিস তদন্ত করে জানতে পারে ভাতাভোগী বৃদ্ধ ও বৃদ্ধার তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করার সময় মুঠোফোন নাম্বার পরিবর্তন করে অন্যজনের নিবন্ধন করা সিমকার্ড ব্যবহার করে ভাতার টাকা ৯ মাস ধরে আত্মসাৎ করে আসছেন অফিসের কর্মকর্তা আবু সুফিয়ান। বিষয়টি প্রমাণিত হওয়ায় ইউনিয়ন সমাজকর্মী আবু সুফিয়ানে কাছ থেকে ভাতাভোগীর টাকা উদ্ধার করে অভিযোগকারীদের ৯ মাসের ভাতা প্রধান করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে জিম্মি করে ৪/৫ হাজার টাকার বিনিময়ে ভাতাভোগীদের বই ইস্যু করা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওছার জানান, আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছি, এবং ভুক্তভোগীর টাকাও ফেরত দেয়া হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত আবু সুফিয়ান কে বদলীর জন্য সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষ ব্যাবস্থা নিবে। সমাজসেবা অফিসার আরো বলেন, আমার অফিসে কোনরকম দুর্নীতিকে আমি প্রশ্রয় দিবো না।