সিলেট জেলা বিএনপি'র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনা করে জাফলংয়ে মিলাদ ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) বাদ আছর জেলা বিএনপি'র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় মামার বাজার জামে মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি'র সভাপতি আমজাদ বক্স, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, যুবদল নেতা রাসেল আহমেদ, আজগর, ফারুক আহমেদ, জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহমদ হোসেন, রেজাউল করিম, নুর আহমদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রানাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।