এক দশক পর গত ১০ই জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর থেকে এ নিয়ে রাজনীতির অঙ্গনে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। সেই উত্তাপের মধ্যে এবার সিলেটে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। আগামী ১৫ জুলাই জামায়াতে ইসলামী সিলেট মহানগরী শাখা এই সমাবেশ করবে। এর আগে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে গত ১০ই জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে জামায়াত।
জানা যায়, নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জনসভার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশ আগামী ১৫ জুলাই (শনিবার) বেলা ২টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।