দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি সাফল্যের সঙ্গে ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটের গোয়াইনঘাটে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
সোমবার (৩ জুলাই)সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব হল রোমে এনটিভির দর্শক ফোরামের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এনটিভি’র গোয়াইনঘাট প্রতিনিধি কাওছার আহমেদ রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)তাহমিলুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস,গোয়াইনঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.মালিক, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সমাজসেবক মাও. দেলওয়ার হোসাইন সহ গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।