গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন আওয়ামিলীগের নতুন আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে জামায়াত বিএনপির লোক দিয়ে কমিটি করায় প্রতিবাদ সভা করেছে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের তৃনমুল আওয়ামিলীগের একটি বৃহৎ অংশ। শুক্রবার বিকেলে উপজেলার বার্কিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আওয়ামিলীগ নেতা মুছন আলীর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার ও আওয়ামিলীগ নেতা সিরাজ উদ্দিন, বর্তমান মেম্বার ও আওয়ামিলীগ নেতা নবীব আলী (নবই), আওয়ামিলীগ নেতা মখলিছ আহমদ, আলী বক্স, শামসুদ্দিন, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, আব্দুর রহমান বদর, লুটন, মতিউর রহমান, ফারুক আহমেদ, হাসমত, শাহাবুদ্দিন, জালাল উদ্দিন, হেলাল উদ্দিন, প্রমুখ। এসময় বক্তারা দাবী করেন, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন আওয়ামিলীগ এর নবগঠিত আহবায়ক কমিটির অধিকাংশই বিএনপি ও জামায়াত এর রাজনীতিতে যুক্ত, তারা বলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল তার নিজস্ব বলয়ের লোক দিয়ে তৃণমূলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে সম্পূর্ণ একটি পকেট কমিটি করেছেন। এই কমিটি বাতিল করে পুনরায় যাচাই বাছাই করে কমিটি করার দাবী জানান।
এ বিষয়ে জানতে গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল এর মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা পাঠালে তিনি কোন মন্তব্য করেননি।