সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক এক নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। ভুক্তভুগীর পরিবারের অভিযোগ ছেলে বিরোধীদলীয় রাজনীতিতে যুক্ত থাকায় প্রায়শই তদন্তের নামে হয়রানি করে আসছে পুলিশ।
গত ৯ জুন বৃহস্পতিবার রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের
হুসেন আহমেদের ছেলে আব্দুল কুদ্দুস মাছুম এর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল বলেন এই শিবির নেতার বাড়িতে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা হচ্ছে এই খবর পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তদন্ত করতে গিয়েছিল গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম। পরে কাউকে পাওয়া যায়নি।
Leave a Reply