সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের এক নেতার উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ ৪ফেব্রয়ারী সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় প্রবেশের সময় তার উপর হামলা চালায় বলে অভিযোগ এই শিবির নেতার। হামলার শিকার এই শিবির নেতার নাম আব্দুল কুদ্দুস মাছুম। তার গ্রামের বাড়ী গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শিবিরের সভাপতি জানান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির প্রতিবছরের ৬ই ফেব্রুয়ারী এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষীকি পালন করে। এই প্রতিষ্ঠাবার্ষীকি বাস্তবায়নের লক্ষে ৪ফেব্রয়ারি সকালে আব্দুল কুদ্দুস মাছুম নগরীর আম্বরখানায় জেলা ও মহানগরী আয়োজিত একটি জনসংযোগ শেষে মাদ্রাসা প্রবেশ করার সময় গেট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধরে পাশ্বর্বতী সাইকেল গ্যারেজে নিয়ে বেদম মারপিট করে। এসময় তার বাম হাতে বড় ধরনের ইঞ্জোরি হয়। আহত এই শিবির নেতাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি বলেন , সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা আমাদের দুজন ছাত্রলীগের কর্মীর সাথে শিবির নেতার কথা কাটাকাটি হয়েছে,সেখানে বড় ধরনের কোন মারামারি হয়নি। শিবিরের নেতারা মিথ্যা অভিযোগ করছে। ছাত্রলীগের নেতাকর্মীর হাতে শিবিরের কোন নেতা উপর হামলার ঘটনা ঘটেনি।
সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি জানান, মাদ্রাসা গেটে এক ছাত্রের উপর হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তবে কারা হামলা করেছে তিনি তা জানেন না। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।